Joy Jugantor | online newspaper

বগুড়ার গাবতলীতে হামলাকারীদের ছুরিকাঘাতে সাপুড়ে নিহত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ১১ ডিসেম্বর ২০২৫

বগুড়ার গাবতলীতে হামলাকারীদের ছুরিকাঘাতে সাপুড়ে নিহত

বগুড়ার গাবতলীতে হামলাকারীদের ছুরিকাঘাতে সাপুড়ে নিহত

বগুড়ার গাবতলীতে চুরির অভিযোগে আটক এক যুবককে ছাড়িয়ে নিতে এসে ছুরিকাঘাতে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার নারুয়ামালা গ্রামের বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত শাকিল পেশায় একজন সাপুড়ে ছিলেন। এ ঘটনায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে রাশেদ নামে স্থানীয় এক যুবক চুরির উদ্দেশ্যে ওই বেদে পল্লীতে প্রবেশ করেন। এ সময় পল্লীর বাসিন্দারা বিষয়টি টের পেয়ে রাশেদকে আটক করে রাখেন। বৃহস্পতিবার ভোরে আটক রাশেদকে ছাড়িয়ে নিতে বিসু মিয়া নামের এক ব্যক্তি কয়েকজনকে নিয়ে সেখানে উপস্থিত হন।একপর্যায়ে রাশেদকে ছাড়ানো নিয়ে বেদে পল্লীর বাসিন্দাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে বিসু মিয়া সাপুড়ে শাকিলকে ছুরিকাঘাত করেন।

তাকে বাঁচাতে এগিয়ে এলে পল্লীর আরেক নারীও ছুরিকাঘাতের শিকার হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাশেদের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’