Joy Jugantor | online newspaper

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৫, ১৩ ডিসেম্বর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস

২০২৬ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছাড়াতে পারে আউন্স প্রতি ৪ হাজার ৯০০ ডলার। গত দুই মাসে বিভিন্ন বৈশ্বিক সংস্থা স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস দিয়েছে। এতে উঠে এসেছে, আগামী বছর আউন্সপ্রতি দাম ৪ হাজার ৫০০ ডলার থেকে ৪ হাজার ৯০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালের শেষ ভাগে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি এমন পর্যায়ে আছে দাম আরও বৃদ্ধির ক্ষেত্রে যে চাহিদা অনেকটা বাড়তে হবে তা নয়। বরং বিনিয়োগকারীরা স্টকে বিনিয়োগের পাশাপাশি কিছু পরিমাণে স্বর্ণ কিনলেই এর দাম অনেকটা বেড়ে যাবে। ফলে বিনিয়োগ যত বেশি বাড়বে, দাম তার চেয়েও বেশি হারে বাড়বে। চলতি বছর ইতিমধ্যে স্বর্ণের দাম ৬০ শতাংশ বেড়েছে।