Joy Jugantor | online newspaper

চীনের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৬, ১৩ ডিসেম্বর ২০২৫

চীনের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত

চীনের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত

চীনা পেশাদারদের জন্য ব্যবসায়িক ভিসা সহজ করছে ভারত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এশিয়ান দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার দিকে একটি বড় পদক্ষেপ নেয়া হলো বলে জানিয়েছেন কর্মকর্তারা।বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন শুল্ক আরোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্কতার সাথে বেইজিংয়ের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।কর্মকর্তারা বলেছেন, এই পদক্ষেপ অনুযায়ী নয়াদিল্লি আমলাতান্ত্রিক যাচাই-বাছাইয়ের একটি স্তর বাদ দিয়েছে এবং ভিসা অনুমোদনের সময় এক মাসেরও কম করেছে।তার মানে এখন থেকে চীনের পেশাজীবীদের জন্য ভিসা অনুমোদন দিতে এক মাসের কম সময় লাগবে। কর্মকর্তা জানান, ‘আমরা প্রশাসনিক যাচাই-বাছাইয়ের স্তরটি সরিয়ে ফেলেছি এবং চার সপ্তাহের মধ্যে ব্যবসায়িক ভিসা প্রক্রিয়াকরণ করছি।’২০২০ সালের মাঝামাঝি সময়ে হিমালয় সীমান্তে পারমাণবিক অস্ত্রধারী  দুই দেশের সংঘর্ষের পর ভারত প্রায় চীনা নাগরিকদের সফর বন্ধ করে দেয়, ব্যবসায়িক ভিসার যাচাই-বাছাই প্রক্রিয়াও অনেক কঠোর করে।

তবে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নীতি বিষয়ক শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক, মন্তব্যের জন্য ই-মেইলে অনুরোধ করা হলে তারা জবাব দেয়নি।এদিকে, এই খবরের পর, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই দেশের সাধারণ  স্বার্থে, জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করার জন্য ভারতের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করেছে।রয়টার্স গত বছর প্রতিবেদনে জানিয়েছিল, শাওমির মতো প্রধান চীনা ইলেকট্রনিক্স কোম্পানিগুলো ভিসা পেতে হিমশিম খাচ্ছে।সাত বছরের মধ্যে এই বছর প্রথমবারের মতো চীন সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করে সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করার পর, মোদি এই পদক্ষেপের কথা জানালেন। এছাড়া সম্প্রতি ২০২০ সালের পর প্রথমবারের মতো উভয় দেশই সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করে।