Joy Jugantor | online newspaper

নতুন খবর দিলেন মোনালিসা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৩, ১৩ ডিসেম্বর ২০২৫

নতুন খবর দিলেন মোনালিসা

নতুন খবর দিলেন মোনালিসা

একটা সময় পর্দায় নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী মোনালিসা। তবে প্রবাসজীবনে স্থায়ী হয়ে অনেকটাই দূরে সরে যান সেই পুরানো জগত লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে। কিন্তু নিজেকে অন্য পরিচয়ে গড়ে তুলেছেন তিনি। বিউটিফিকেশন নিয়ে কাজ করছেন মোনালিসা। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হয়ে ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী।

জানা গেছে, আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা।নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই শুরু হয়েছে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।নিজের ফেসবুক পোস্টে এই আনন্দের খবর ভাগ করে নেন মোনালিসা। সেখানে তিনি লেখেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি।

সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।’এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা জানান, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।’একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নাচেও ছিল তার দারুণ পারদর্শিতা। তবে হঠাৎ করেই শোবিজ থেকে সরে গিয়ে তিনি প্রবাসজীবন বেছে নেন।উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরে তাদের বিচ্ছেদ ঘটে।