Joy Jugantor | online newspaper

মেসির ভারত সফরের নেপথ্যে শতদ্রু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২১, ১১ ডিসেম্বর ২০২৫

মেসির ভারত সফরের নেপথ্যে শতদ্রু

মেসির ভারত সফরের নেপথ্যে শতদ্রু

লিওনেল মেসির ভারতে ফেরার খবর এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। এই মহাযজ্ঞের আড়ালে যে মানুষটি আছেন, সেই শতদ্রু দত্তও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে জেলা ভারতীয় ফুটবলকে সুদীর্ঘ ইতিহাস উপহার দিয়েছে, সেই হুগলিতেই বড় হয়েছেন শতদ্রু। আজ তিনি ভারতের অন্যতম শীর্ষ স্পোর্টস প্রোমোটার ও উদ্যোক্তা। ভারতে মেসির এবারের সফরের নাম 'গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫'। আয়োজন করছে শতদ্রু দত্তের প্রতিষ্ঠান 'দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ'। প্রতিষ্ঠানটি মূলত স্পোর্টস মার্কেটিং, সেলিব্রিটি ম্যানেজমেন্ট ও সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করে।

বিশ্ব ফুটবলের আইকনদের ভারতীয় ভক্তদের সঙ্গে যুক্ত করা এবং সেই সঙ্গে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করাই যার একমাত্র লক্ষ্য।শতদ্রুর প্রথম অনুপ্রেরণার নাম সৌরভ গাঙ্গুলী। গাঙ্গুলীর সহযোগিতা ও আস্থাই তাকে আন্তর্জাতিক ফুটবল তারকাদের ভারতে আনার সাহস দিয়েছে। গাঙ্গুলী-শতদ্রু জুটি একসঙ্গে ফুটবলের রাজা পেলেকে কলকাতায় এনেছিলেন। ২০১৫ সালে পেলের সফর দিয়েই শুরু হয় শতদ্রুর 'গ্লোবাল ফুটবল মুভমেন্ট'। এরপর তার পরিকল্পনাতেই ভারতে আসেন ম্যারাডোনা, রোনালদিনহো, কাফু ও এমিলিয়ানো মার্টিনেজের মতো ফুটবল মহাতারকারা।

ভারত সফর নিয়ে মার্টিনেজ ও রোনালদিনহোর ইতিবাচক প্রতিক্রিয়াই মেসির সফর নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। দুজনেই মেসির টিমকে ভারতের দর্শক ও তাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের ব্যাপারে জানান। এরপর মেসির বাবা ও এজেন্টের সঙ্গে দেখা করেন শতদ্রু। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেসির সঙ্গে দেখা করেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, পূর্ববর্তী সফরগুলোর সাফল্যের ভিডিও ও মেসির জন্য তৈরি ফ্যান ট্রিবিউটগুলো দেখে গভীরভাবে মুগ্ধ হন মেসি।

এরপরই মেলে সবুজ সংকেত। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনে চারটি শহরে সরাসরি দেখা যাবে মেসিকে। শতদ্রুর বিশ্বাস, মেসির আগমন ভারতের ক্রীড়া পর্যটনের নতুন দিগন্ত খুলে দেবে। যেভাবে সংগীত জগতে কোল্ডপ্লের কনসার্ট ভারতের কনসার্ট কালচারকে বদলে দিয়েছিল, ঠিক সেভাবেই ফুটবলে এক 'গ্লোবাল ওয়েভ' তৈরি করবে এই সফর। তার ভাষায়, 'আমার স্বপ্ন, ভারত যেন ফুটবলের বিশ্বমঞ্চে নিজের স্থান করে নেয়। মেসির সফর সেই স্বপ্নের দিকেই এক বিশাল পদক্ষেপ।'