Joy Jugantor | online newspaper

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ১১ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।এতে আরও বলা হয়, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।