Joy Jugantor | online newspaper

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০৭, ১৩ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পঞ্চগড়ে জেলা প্রশাসনের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী দুই ইটভাটার চিমনী ভেঙ্গে ফেলে তৈরী কাঁচা ইট এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।শনিবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকার মেসার্স জেএবি ব্রিকস ও বোদা উপজেলার সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকার মেসার্স বিবি ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে চিমনীসহ ভেঙ্গে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় ইটভাটার পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ভায়ার সার্ভিসের সদস্যরা। পরে এস্কেভেটর দিয়ে তৈরী কাঁচা ইট নষ্ট করে দেয়া হয়।জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন ও জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।