Joy Jugantor | online newspaper

তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে: জামায়াত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৯, ১১ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে: জামায়াত

তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে: জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।দলের পক্ষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তফসিল ঘোষণায় সকল সন্দেহ দূর হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত। এর মাধ্যমে সকল অনিশ্চয়তা কেটে যাবে।

’বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে জানানো হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।সিইসি জানান, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিলের শেষ দিন ১১ জানুয়ারি ও নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আশা করা যায় নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সকল দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকে তারা তাদের দায়িত্ব পালন করবে। আট দলের সাথে আলোচনার পর বিস্তারিত জানাবে জামায়াত।’জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আপাতত পাঁচ দফা দাবিতে আন্দোলন করবে না জামায়াত। তবে গণভোটে হ্যাঁ–ভোট জয়যুক্ত করতে প্রচারণা চালানো হবে।’ আগামী সপ্তাহের মধ্যেই জামায়াত ও আটদল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি।