বদলগাছীতে সমন্বিত চাষাবাদে লাভবান কৃষক
তার বাগানে তাইওয়ান সহ বিভিন্ন জাতের আম, পেয়ারা, বরই, কমলা ও মাল্টাসহ প্রায় ৮-১০ ধরণের ফলের গাছ আছে। ইতোমধ্যে বরই থেকে হারভেষ্ট করে লাভবান হয়েছেন। এ বছর নতুন ফসল চিয়া সিড আবাদ করেছেন।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১৭:২৭