Joy Jugantor | online newspaper

ট্রেন যাওয়ার সময় টাঙ্গাইলে বিকট শব্দে ফেটে গেল রেললাইন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ২১ জানুয়ারি ২০২৬

ট্রেন যাওয়ার সময় টাঙ্গাইলে বিকট শব্দে ফেটে গেল রেললাইন

ট্রেন যাওয়ার সময় টাঙ্গাইলে বিকট শব্দে ফেটে গেল রেললাইন

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলায় একটি রেললাইনে ফাটল দেখা গেছে। ট্রেন যাওয়ার সময় বিকট শব্দের পরে সেখানে ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রেল কর্তৃপক্ষের ভাষ্য, ঠান্ডার কারণে এই ঘটনা ঘটতে পারে।বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের ওপর এ রেললাইনে ফাটল দেখা যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি সাময়িক মেরামতের পর ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। তবে পরবর্তীতে অন্য জায়গা থেকে রেললাইনটি মেরামতে আবারও কাজ শুরু করে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। পরে স্থানীয় লোকজন রেললাইনে এসে ফাটল দেখতে পান। এরপর রেলওয়ের লোকজনকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে সনাতন পদ্ধতিতে সংস্কার করেন।যমুনা সেতু পূর্বপাড় ইব্রাহীমাবাদের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে সনাতন পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে অন্য জায়গা থেকে রেল এনে ভাঙা অংশে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। ধারণা করা হচ্ছে, ঠান্ডার কারণে ভোরের দিকে রেললাইনটি ফেটে যায়।