Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে আওয়ামী লীগ ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ২৩ জানুয়ারি ২০২৬

আদমদীঘিতে আওয়ামী লীগ ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নওগাঁর আদমদীঘি উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে আদমদীঘি ইউনিয়ন বিএনপির আয়োজনে কলাবাগান ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. মামুনুজ্জোহা খান।এ সময় তিনি বলেন, “দেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপি ও আওয়ামী লীগ, জামায়াত দেশের স্বাধীনতা চায়নি, তারা আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর।

”আদমদীঘি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিটু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে. এম. এম. মুসাব্বির শাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিলন, আদমদীঘি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক আবু জাফর।অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।