দুপচাঁচিয়ায় সোশ্যাল ওমেন অর্গানাইজেশন ফর ভিলেজ অ্যাডভান্সমেন্ট (সোভা)-এর আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে ২১ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা সদরের তিলঘাটী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল আজাদ লিটনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিপ্লব হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল, অভিভাবক রজনী বেগম, বুলবুলি বেগম ও নাজমা বেগম প্রমুখ।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কারুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে প্রধান অতিথি অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
