Joy Jugantor | online newspaper

রাণীনগরে তিন জুয়ারীর কারাদন্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ২৩ জানুয়ারি ২০২৬

রাণীনগরে তিন জুয়ারীর কারাদন্ড

রাণীনগরে তিন জুয়ারীর কারাদন্ড

নওগাঁর রাণীনগরে একটি জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে আটক করে দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চককুতুব গ্রামে থানাপুলিশ অভিযান পরিচালনা করে তিনজন জুয়ারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল লতিফ।থানার ওসি আব্দুল লতিফ জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার চককুতুবগ্রামে জুয়ার আসর চলছে। এসময় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।


পরবর্তিতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন উপজেলার চককুতুব গ্রামের মালেক সরদারের ছেলে রাকিব হোসেন (২৮) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড, একই উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে এনামুল হক (২৬) কে ৭দিনের কারাদন্ড ও ১শত টাকা এবং সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (৪২) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলাকে মাদক মুক্ত করতে ও অপরাধমূলক কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ সুপার স্যারের পরামর্শ ও নিদের্শনা মোতাবেক আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।