Joy Jugantor | online newspaper

অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২৪, ২৩ জানুয়ারি ২০২৬

অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন: জামায়াত আমির

অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি অন্তত পাঁচটি বছর আমাদেরকে পরীক্ষা করে দেখুন।শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।বিগত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি এমন অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল হবে। কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনো রয়ে গেছে। বিগত সরকারের আমলে সবচেয়ে মজলুম হলেও গত দেড় বছরে কাউকে মজলুম বানায়নি জামায়াত। এ সময় জুলুমকারীদের জনগণ লাল কার্ড দেখাবে উল্লেখ করে তিনি বলেন, যারা এক সময় মজলুম থাকলেও অভ্যুত্থানের পর জুলুমকারী হয়েছেন, তাদের জন্য জনগণ লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে।