Joy Jugantor | online newspaper

সোনাতলায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ২৩ জানুয়ারি ২০২৬

সোনাতলায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠি

সোনাতলায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের অবস্থান ও বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় সোনাতলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফাতেমা কল্যাণ ট্রাস্ট চত্বরে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট জাহিদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ডা. নুরুল আমীন সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল জাকারিয়া, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল, সাধারণ সম্পাদক ডা. ফজলে রাব্বি নাসিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লাবিবুল হাসানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াত এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় আদর্শ, নির্বাচনী অঙ্গীকার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। এতে পথচারী ও স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এবং অনেকেই আগ্রহভরে মিছিলটি প্রত্যক্ষ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগামী নির্বাচনে জনগণের সক্রিয় সমর্থন কামনা করেন এবং সততা, যোগ্যতা ও ন্যায়নীতির ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রচারণামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।