Joy Jugantor | online newspaper

নওগাঁয় লাকড়ি বোঝায় পিকআপে মিলল ৪২ কেজি গাঁজা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ২১ জানুয়ারি ২০২৬

নওগাঁয় লাকড়ি বোঝায় পিকআপে মিলল ৪২ কেজি গাঁজা

নওগাঁয় লাকড়ি বোঝায় পিকআপে মিলল ৪২ কেজি গাঁজা

নওগাঁয় লাকড়ি বোঝায় পিকআপ থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। এসময় পিকআপটি জব্দ ও চালক আব্দুস সালাম ওরুফে শামিমকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের র্কীত্তিপুর বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক আব্দুস সালাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এগারো মাথা জয় মংগল গ্রামের সাহেব আলীর ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ যোগে কুড়িগ্রাম থেকে একটি বড় গাঁজার চালান নওগাঁর ওপর দিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমের) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ঢাকা রোডে অবস্থান নেয়। 

ডিবি এর অপর একটা টীম নওগাঁ  সদর থানার র্কীত্তিপুর বাজারে এবং অন্য একটা টীম রানীনগর এলাকায় অবস্থান নেয়। যাতে পিকআপ টি পালিয়ে যেতে না পারে। সন্ধ্যায় সন্দেহকৃত পিকআপ টি র্কীত্তিপুর বাজারে আসলে পুর্ব থেকে অবস্থান নেয়া ডিবি পুলিশ পিকআপ টি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় চালক আব্দুস সালামের দেখানো লাকড়ি বোঝাই পিকআপ টি উপস্থিত লোকজনের সামনে লাকড়ি নামিয়ে দুই বস্তার ভিতর থেকে  ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। 

 এসময় চালক এর সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য চোরাকারবারীর সাথে আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। একই সাথে অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো।#