না পাওয়াকে ভুলে যান, আজ সুখে থাকুন
‘আজি বহিতেছে/ প্রাণে মোর শান্তিধারা, মনে হইতেছে/ সুখ অতি সহজ সরল, কাননের/ প্রস্ফুট ফুলের মতো, শিশু-আননের/ হাসির মতন, পরিব্যাপ্ত বিকশিত-/ উন্মুখ অধরে ধরি চুম্বন-অমৃত…’ সুখানুভূতিকে কবিতায় এভাবে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রোববার, ২০ মার্চ ২০২২, ১৭:৪১