Joy Jugantor | online newspaper

পাঞ্জাবে বৃদ্ধ ১০৮ বছরেও প্রাণবন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৭, ২৮ জানুয়ারি ২০২৫

পাঞ্জাবে বৃদ্ধ ১০৮ বছরেও প্রাণবন্ত

সোশ্যাল মিডিয়ায় ১০৮ বছর বয়স বলে দাবি করা এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখলে মনে হতে পারে ওই কথাটাই ঠিক, ‘বয়স শুধুই একটা সংখ্যা’।টাইমস অব ইন্ডিয়া।

ভিডিওটি পাঞ্জাবের মোগার এক এলাকার বলে জানা গছে। দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি প্লাস্টিকের টুলে সামান্য কুঁজো হয়ে বসে এক বৃদ্ধ সবজি বিক্রি করছেন। মাথায় পাগড়ি, গাল ভরা লম্বা লম্বা দুধসাদা দাড়ি। সবজি বিক্রি করতে করতে তিনি কমলালেবু ছাড়িয়ে খাচ্ছেন। এরপর যিনি ভিডিওটি রেকর্ড করেছেন, তার সঙ্গে ওই ব্যক্তিকে কথা বলতে দেখা যায়।সুস্পষ্টভাবে তিনি জানান, তার বয়স ১০৮। তার কথায় অবশ্য এতটুকু জড়তা নেই। বরং দৃঢ়তা রয়েছে। বয়স বুঝতে পারার কোনো অবকাশ নেই। এমনকি, ‘আলু-পেঁয়াজ’ বলে তাকে ক্রেতা ডাকতেও শোনা যায়।