Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র

কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৫:০৫, ১১ ডিসেম্বর ২০২৫

কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি/২০২৫-২৬ মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 আজ বুধবার (১০ ডিসেম্বর)  সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয় সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন ১ হজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষানীর মাঝে প্রত্যেককে ৫ কেজি বোরো উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১শ ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।