স্বামীর হাত ধরে সী-প্লেন থেকে নেমে রোমান্টিক বার্তা মেহজাবীনের
চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে তিনি দীর্ঘ প্রেম জীবনের সফলতা আনেন। বিয়ের পর দেশের বাইরে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।বিয়ের পর দেশ বিদেশ ঘোরার ছবি সমাজমাধ্যমে ভক্তদের জন্য পোস্ট করেন মেহজাবীন। ফুরফুরে মেজাজে প্রজাপতির মত উড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। তেমনি একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে রাজীবের সঙ্গে সী-প্লেনে ঘুরতে দেখা গেছে তাকে।
ফেসবুকে ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ব্লুজে আমাদের যাত্রা শুরু; ট্র্যাভেল আর্কিটেক্ট দিয়ে তৈরি হ্যারিটেন্স আরাহতে স্বপ্নগুলো জীবন্ত হয়ে ওঠে।’রোমান্টিকতা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘শুধু আমরা, দারুণ অনুভূতি এবং দুর্দান্ত ভালোবাসা।’এর আগে কানাডা সফরে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তারপর তাদের দেখা যায় থাইল্যান্ডে। গত আগস্টে ব্যাংকক শহর থেকে তোলা কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি।উল্লেখ্য, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক 'অপেক্ষার ফটোগ্রাফি' ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। বর্তমানে তিনি নিয়মিত কাজ করছেন বড়া পর্দায়।
