Joy Jugantor | online newspaper

হাদির উপর হামলার ঘটনায়

পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোড়দার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ১৩ ডিসেম্বর ২০২৫

পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোড়দার

পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোড়দার হাদির উপর হামলার ঘটনায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপর হামলার ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে টহল ও তল্লাশি চেকপোস্ট বসিয়েছেন বিজিবি। একই সঙ্গে থানা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ছে। গতকাল শুক্রবার বিকাল থেকেই উপজেলার সীমান্তবর্তী রাস্তার মোড়ে গুলো সহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় নিচ্ছেন। শনিবার দুপুরে উপজেলার নাকরগাছী এলাকার জয়পুরহাট-হিলি পাকা সড়কে চলাচল করা যানবাহনগুলো বিজিবি চেকপোস্ট বসিয়েছেন তল্লাশি করতে দেখা যায়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, বিজিবি'র মহাপরিচালকের নির্দেশে দেশ ও জনগণের জীবনযাত্রার মান স্বভাবিক রাখতে আমরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট ও জনগুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়েছেন তল্লাশি করছি। গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা কিলার যাতে ভারতে পালাতে না পারে এজন্য এ সতর্কাবস্থায় আছে বিজিবি বলেনও জানান তিনি।