Joy Jugantor | online newspaper

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুপচাঁচিয়ায় শ্রমিক দলের দোয়া মাহফিল

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুপচাঁচিয়ায়  শ্রমিক দলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দুপচাঁচিয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার রাতে মেইল  বাসস্ট্যান্ডস্থ পৌর শ্রমিক দলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর শ্রমিকদলের সভাপতি গোলাম হাফিজ মুক্তারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপিরসাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকজান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মলহদারমানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী প্রমুখ। দোয়া মাহফিলেউপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান চুম্বক,উপজেলা ট্রাক চালক সমিতির সভাপতি মোবারক আলী, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোস্তাক আহমেদ।

 ইব্রাহীম আলী, মহিলা দলের নেত্রী আসফিয়া হায়াতসিলভা, ফাতেমা জোহরা পলি, উপজেলা ট্রাক চালক সমিতির সহ-সভাপতি বিমলচন্দ্র, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ফরিদ সোহেল, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মহলদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দেশ নেত্রীবেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল বাকি।পরে পৌর শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করেন অতিথিবৃন্দ।