সোনাতলায় বিজয় দিবস উপলক্ষে ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের শিক্ষা র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার দিনব্যাপী একটি শিক্ষা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দিগদাইড়, বারঘড়িয়া, কর্পূর, ফাজিলপুর, লক্ষীনারায়ণপাড়া ও চিল্লীপাড়াসহ বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান শিক্ষক মো. রতন মিয়া বক্তব্যে বলেন, দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয় সোনাতলা উপজেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তিনি দাবি করেন, শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে এই প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শীর্ষ অবস্থানে রয়েছে এবং এর সঙ্গে অন্য কোনো প্রতিষ্ঠানের তুলনা চলে না। তিনি চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষা র্যালিতে বিদ্যালয়ের সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান রায়হান, স্কুল পরিচালনা কমিটির সদস্য তাইদুল ইসলাম, সমাজসেবক আব্দুল ওয়াহেদ ও রাসেল মিয়া এবং সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আব্দুল কাদের, আশিকুর রহমান, আবুল কাশেম, কুদরত-ই-খুদা (বেনজু), শ্রী কণক চন্দ্র রায়, শরিফুল ইসলাম ও বেলাল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই শিক্ষা র্যালির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
