Joy Jugantor | online newspaper

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর পৌরসভার মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ডাকাতি করার সময় বাধা দেওয়ায় হামলা নাকি পরিকল্পিতভাবে হত্যা তা তদন্ত করছে পুলিশ।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে ছকিনা বেগমের রুমে যায়।

এ সময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে  কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল নেওয়া হয়। এরপর নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ছকিনার।নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। তাদের দুই সন্তান বিদেশে থাকেন। ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি।

ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকান্ড ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা।  লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পূর্ব শুক্রতা কিংবা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটি তদন্ত করা হচ্ছে। এই বিষয় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।