
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পারবোনা ভুলতে তোমায় ওগো মোদের মহান নেতা।
কি করে ভুলি তোমায় ওগো মোদের জাতির পিতা।
তোমার সঠিক নেতৃত্বে পেয়েছি সোনার বাংলাদেশ।
মাথা উচু করে বেঁচে থাকার স্বাধীনতা,
সবুজ জমিনে রক্তিম সূর্যের জাতীয় পতাকা।
তোমার শুভ জন্মদিনের শতবর্ষে আজি,
ভাবছি কিভাবে রেখেছিলে তুমি জীবন বাজি।
তোমার মহান আত্মত্যাগে পেয়েছি একটি দেশ
যেখানে পাখির কলতান নদীর স্রোতের ধারায় কলকল সুরের আবেশ।
তোমার একটি বজ্র কণ্ঠের আহ্বানে দিয়ে সাড়া
ছিনিয়ে আনলো বিজয়ের মালা ।
স্বাধীন হলো এদেশ।
তিরিশ লক্ষ তাজা প্রাণ শহিদ হলো তারা।
তাইতো তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বলোনা বঙ্গবন্ধু তোমায় কি করে ভুলি ?
রচয়িতা-----
সহকারী শিক্ষক, সাজাপুর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া।