Joy Jugantor | online newspaper

গাবতলীতে আগুনে পুড়ে গেছে বশতঘর ৫লাখ টাকার ক্ষতি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২৮ জানুয়ারি ২০২৬

গাবতলীতে আগুনে পুড়ে গেছে বশতঘর ৫লাখ টাকার ক্ষতি

গাবতলীতে আগুনে পুড়ে গেছে বশতঘর ৫লাখ টাকার ক্ষতি

বগুড়ার গাবতলীতে আলমগীর রহমান আলম নামের এক ব্যক্তির বশতবাড়ীর দু’টি টিনসেট ঘরের মালামাল আগুনে পুড়ে প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গত বুধবার রাত ২টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উওর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উওর পাড়া গ্রামের আবুল সরকারের ছেলে আলমগীর রহমান আলমের বশতবাড়ীর দু’টি টিনসেট ঘরে রাত ২টায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মহুর্তেই দু’টি ঘরে উত্তপ্ত হয়ে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় আলমের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে। এই সংবাদ পেয়ে গাবতলী ফায়ার সার্ভিস টিম এলে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। দু’টি টিনসেট ঘরের মালামাল আগুনে পুড়ে প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আলমগীর রহমান আলম জামায়াতের সাবেক নেতা ছিলেন বলে এলাকাবাসী জানান। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।