Joy Jugantor | online newspaper

শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪০, ৩০ জানুয়ারি ২০২৬

শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

কক্সবাজারের টেকনাফে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেনোয়ারা বেগম নামে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ছেনোয়ারা বেগমকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাহাজপুরা এলাকার বাসিন্দা। তিনি মো. রফিকের স্ত্রী।অভিযুক্ত নারী একই এলাকার নিহতের ছেলে মো. ইদ্রিসের স্ত্রী ছেনোয়ারা বেগম।স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেনোয়ারা বেগমের সংসারে তিনটি শিশু সন্তান রয়েছে।

শাশুড়ির সঙ্গে তার পুত্রবধূ ছেনোয়ারা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তর্ক-বিতর্ক হতো। এক পর্যায়ে শুক্রবার বিকেলে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় নিজ বসতঘরের একটি কক্ষে বসা অবস্থায় মনোয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।