Joy Jugantor | online newspaper

১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশ বিমান,

‘ওয়াটার ক্যানন স্যালুট’-এ সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৪, ৩০ জানুয়ারি ২০২৬

‘ওয়াটার ক্যানন স্যালুট’-এ সংবর্ধনা

১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশ বিমান, ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এ সংবর্ধনা

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে অবতরণ করল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-এর খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নম্বরের একটি ফ্লাইট ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়।এ বিষয়ে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, এই ফ্লাইটকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিইজি৩৪১ ফ্লাইটটি বৃহস্পতিবার ঢাকা সময় রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে অবতরণ করে।এর আগে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়।এদিকে বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানায়, পূর্ণ আসন নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ফ্লাইটটির আনুষ্ঠানিক বিদায় জানান।