Joy Jugantor | online newspaper

কুমিল্লা কারাগারে নাশকতার চেষ্টার সন্দেহে নারীসহ আটক ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫১, ৩০ জানুয়ারি ২০২৬

কুমিল্লা কারাগারে নাশকতার চেষ্টার সন্দেহে নারীসহ আটক ২

কুমিল্লা কারাগারে নাশকতার চেষ্টার সন্দেহে নারীসহ আটক ২

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সংরক্ষিত এলাকায় ঢুকে নির্মাণাধীন একটি ভবনে উঠে নাশকতার চেষ্টার সন্দেহে এক নারীসহ দুই জনকে আটক করেছে কারা পুলিশ।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কারাগারের উত্তর অংশ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আটকরা হলেন- কুমিল্লা নগরীর ছায়া বিতান এলাকার আমির হোসেনের ছেলে ইমরান হোসেন হৃদয় ও ধর্মপুর এলাকার আবুল কালামের মেয়ে সুমাইয়া আক্তার।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের নিরাপত্তা সীমানা প্রাচীরের একটি অংশে নির্মাণকাজ চলমান আছে। শুক্রবার বিকেলে গোপনে ওই দুই জন কারাগারের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে পাশে নির্মাণাধীন একটি সেল ভবনে উঠে যায়। এ সময় সেখানে কর্মরত শ্রমিকেরা তাদের বাধা দেন। পরে টাওয়ারে দায়িত্ব পালনরত এক কারারক্ষীর নজরে বিষয়টি এলে রিজার্ভ গার্ডকে অবহিত করা হয়। রিজার্ভ গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাশকতার সন্দেহে দুই জনকে আটক করেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সাংবাদিকদের বলেন, কারাগারে এখন নতুন নিরাপত্তা সীমানা প্রাচীর নির্মাণ চলমান আছে। তবে কারাগারের সার্বিক নিরাপত্তায় পৃথক সীমানা প্রাচীর রয়েছে। ওই দুই জন বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় কেন প্রবেশ করেছে; জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে পারেনি। তাই তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার শুক্রবার রাতে বলেন, এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে অভিযোগ দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।