স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-৩ আসনে ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জে জোরালো প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনী প্রচারের মাঠে ভিন্ন আবহ তৈরি করেছেন তিনি।বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ও শুক্রবার সকাল থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণায় অপুর পরিবারের সদস্যদের উপস্থিতি ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারে এনে দিয়েছে অন্যরকম উষ্ণতা।
ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আমার পরিবারও এই ভালোবাসার অংশীদার। উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শরীয়তপুর গড়তে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।অপুর স্ত্রী ও সন্তানকে পাশে পেয়ে অনেকেই অভিভূত হয়ে পড়েন। কেউ কেউ বলেন, একজন নেতা যখন নিজের পরিবারকে সঙ্গে নিয়ে মাঠে নামেন, তখন বোঝা যায় তিনি মানুষকে নিজের পরিবারের অংশ ভাবেন। এমন দৃশ্য শরীয়তপুরের রাজনীতিতে বিরল।
ভেদরগঞ্জে এ দিনটি যেন এক উৎসবমুখর প্রচারে পরিণত হয়।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, টিআইএম মহিতুল গনী, ফারহানা নিপা, হুমায়ন দেওয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অপুর এ পরিবার নির্ভর মানবিক প্রচার জনগণের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তরুণ ভোটারদের মধ্যেও এটি ইতিবাচক সাড়া ফেলেছে।শরীয়তপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অপু বলেন, আমি চাই রাজনীতি হোক মানবতার সেবার মাধ্যম। মানুষের মুখে হাসি ফোটানোই আমার অঙ্গীকার।
