Joy Jugantor | online newspaper

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ৩০ জানুয়ারি ২০২৬

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে সপ্রতি বিসিবি জানিয়েছে, সাকিব পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য বিবেচিত হবেন।দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসরে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দেখতে চান।

২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব বলেছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে নিরাপত্তার কারণে সেবার তিনি আসতে পারেননি দেশে। সম্প্রতি সাবেক এই টাইগার অধিনায়ক তিন ফরম্যাটেই দেশের মানুষের সামনে শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন। বিসিবিও সেভাবেই এগোচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে সাকিবকে ২০২৭ বিশ্বকাপেও খেলার লক্ষ্য রাখতে বলেছেন আশরাফুল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন,  ‘আমি তার একটি সাক্ষাৎকার দেখলাম যেখানে সে বলেছিল সব ফরম্যাটে খেলে অবসর নেবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের ক্রিকেটে যদি আপনি একটি ফরম্যাটে খেলেন- যেমন মুশফিকুর এখন শুধু টেস্ট খেলছে... যদি সে সেটাতেই শুধু মনোযোগ দেয়, তাহলে যতদিন চাইবে এবং যতদিন সম্ভব পারফর্ম করবে, সে খেলে যেতে পারবে।’

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আরও বলেন, ‘যেখানে প্রতি বছরেই একটা না একটা বিশ্বকাপ হচ্ছে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ)... যদি সাকিব ২০২৭ বিশ্বকাপের জন্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে খেলে যেতে চায়, তার বয়স হবে ৩৭-৩৮। আধুনিক ক্রিকেটে যেভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হয়, ৪০-৪২ বছর বয়সেও খেলা খুব একটা সমস্যা নয়।’সাকিবের ফিটনেস প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘সেটা হবে খুবই ভালো কারণ সে ফিট। সে সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে। এমন না যে বাসায় বসে আছে। সে যেহেতু সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এবং সে যদি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় রেখে কেবল ওয়ানডে খেলতে চায়, সেটা প্রত্যেকের জন্য ভালো হবে।’