Joy Jugantor | online newspaper

রসিক শরৎচন্দ্র 

লেখক : তাপস রায়

প্রকাশিত: ১৬:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

রসিক শরৎচন্দ্র 

রসিক শরৎচন্দ্র  লেখক : তাপস রায়

দারিদ্র্যে জর্জরিত ছন্নছাড়া শৈশব, বেপরোয়া কৈশোর, তারুণ্যে উচ্ছৃঙ্খল, ভবঘুরে জীবন যিনি কাটিয়েছেন, খ্যাতির শিখড়ে সেই জীবনকাহিনিতে কল্পনার রং জড়াবে, জনশ্রুতি ছড়িয়ে পড়বে লোকের মুখে মুখে সেটাই স্বাভাবিক; হয়েছেও তাই।

‘অপরাজেয় কথাশিল্পী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যখ্যাতি যেমন গগনচুম্বী, রহস্যে ঘেরা ব্যক্তিজীবন তেমনই অতলস্পর্শী। এ কারণে সাহিত্যের মতোই, তাঁর জীবনযাপন, বিশ্বাস নিয়েও পাঠকের অপার আগ্রহ। কিছুটা হলেও বইটি সেই আগ্রহ মেটাবে। একইসঙ্গে পাঠক এখানে খেয়ালি, আত্মভোলা, আত্মপ্রচার বিমুখ, অভিমানী, দরদী, পরোপকারী, বন্ধুবৎসল, দেশপ্রেমিক, রাজনীতি সচেতন শরৎচন্দ্রকে পাবেন। আর এ সব কিছু ছাপিয়ে স্ফটিকস্বচ্ছ মেঘের ভেতর অবাক সূর্যরশ্মির মতো উঁকি দেবে কথাশিল্পীর রসবোধ। অনাবিল কৌতুকপ্রিয়তায় পাওয়া যাবে তাঁর রসিক মনের পরিচয়।

লেখক : তাপস রায়
প্রকাশক : পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
প্রচ্ছদ : মলয় চন্দন সাহা 
মূল্য : ২৫০ টাকা