মাসুম হোসেন
সুবাস ছড়ানো ফুলগুলো হঠাৎ
হয়ে গেল গন্ধহীন।
আজ বৃষ্টি নেই
আগুনেও পোড়েনি বাগান।
তবুও ভেজা প্রকৃতি
বাতাসে পোড়া গন্ধ।
কী অসুখে পেয়েছে আমায়
বন্দি আমি মনহাসপাতালে
মেলেনা ছাড়পত্র।
চারপাশে এত মানুষ-
হাজার গল্প।
তবুও বিষণ্ন মুখ, গভীরে ক্ষত।
আজ কবিতাকে খুঁজি
কষ্টের রঙ তুলিতে আঁকা এক প্রেম
রক্তাক্তসুন্দর সেই শোভা।
মনমহলের সেই রানিকে খুঁজি।
যার গভীরে বন্দি আছে মোর-
প্রাণ বিহঙ্গম।
কবি: মাসুম হোসেন