Joy Jugantor | online newspaper

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে রাতভর ভয়াবহ আগুন, নিহত ৯

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:১১, ১৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে রাতভর ভয়াবহ আগুন, নিহত ৯

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে রাতভর ভয়াবহ আগুন, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। 

রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির। কর্তৃপক্ষের মতে, বাসিন্দারা জানালা দিয়ে ঝুলে থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন।ফায়ার চিফ জেফ্রি বেকন সাংবাদিকদের জানান, গতরাতে এ ভবনে নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি একটি অবর্ণনীয় ট্র্যাজেডি। নিহতদের জন্য প্রার্থনা করছি।এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্তত ১২ জনকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীদের মই ব্যবহার করতে হয়েছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পৌঁছানোর পর তারা ভবনের সামনের অংশ আগুন এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান। তাৎক্ষণিকভাবে ভবনটিতে প্রবেশ করে বাসিন্দাদের উদ্ধার শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। সোমবার সকালে (বাংলাদেশ সময়- আজ সন্ধ্যা) তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে আহত পাঁচ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।