Joy Jugantor | online newspaper

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছ

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২০:৫০, ১৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছ

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে। রোববার (১৩ জুলাই) এবিসি নিউজ টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।

টিভি চ্যানেলের মতে, বন্যায় 'কের' কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এই কাউন্টিতেই ৩৬ জন শিশুসহ ১০৩ জন মারা গেছে।গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যা কবলিত রাজ্যটি পরিদর্শন করেন। ৬ জুলাই তিনি কের কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।ট্রাম্প বলেন, ফেডারেল কর্তৃপক্ষ দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পরিষেবাগুলোকে সহায়তা করছে।যুক্তরাষ্ট্রে শেষবারের মতো এত ভয়াবহ বন্যা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তখন ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা এবং দক্ষিণ ক্যারোলিনার নদীগুলো থেকে হারিকেনের কারণে পানি উপচে পড়ে। ফলস্বরূপ ২৩০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।