শাজাহানপুরে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ
বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান সভার সভাপতিত্ব করেন। সিনিয়র সহকারী শিক্ষক জহুরুল হক সঞ্চালনায় অন্যান্য শিক্ষক যেমন সহকারী শিক্ষক শাহীন আলম, অমল কুমার শাহা, মাহিন্দ্র নাথ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা পরিচালিত করেন। বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আলোচনা করেন।