Joy Jugantor | online newspaper

বগুড়ায় হাসপাতাল চত্বর থেকে নববধূ অপহরণ, স্বামীসহ পরিবার পলাতক

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১৩ জুলাই ২০২৫

বগুড়ায় হাসপাতাল চত্বর থেকে নববধূ অপহরণ, স্বামীসহ পরিবার পলাতক

বগুড়ায় হাসপাতাল চত্বর থেকে নববধূ অপহরণ, স্বামীসহ পরিবার পলাতক

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ষা আক্তার (১৪) নামে এক নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরদিনই তাকে জোরপূর্বক তুলে নেয়া হয় বলে অভিযোগ করেন তার মা। বর্তমানে বর্ষার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত স্বামী রায়হানসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বর্ষা আক্তার টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রামের রকিবুলের ছেলে রায়হান (২২)-এর সঙ্গে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বর্ষা বিয়ের জন্য চাপ দিলে রায়হান ও তার পরিবার শুরুতে রাজি হয়নি। এ অবস্থায় ২ জুলাই বর্ষা বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক ভেবে ৭ জুলাই বর্ষাকে বিয়ে করে রায়হান। কিন্তু বিয়ের পরপরই বর্ষার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। নির্যাতনে আহত হয়ে ৯ জুলাই বর্ষা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরদিন ১০ জুলাই দুপুরে হাসপাতাল চত্বর থেকে বর্ষাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় রায়হান ও তার লোকজন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিষয়টি জানার পর বর্ষার মা মাজেদা খাতুন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে রায়হানসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’