Joy Jugantor | online newspaper

টিকটক অ্যাকাউন্ট বন্ধে অস্বীকৃতি,

মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২০:৫৪, ১১ জুলাই ২০২৫

মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

টিকটক অ্যাকাউন্ট বন্ধে অস্বীকৃতি, মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর পর এক বাবা তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন। জিও টিভির প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১১ জুলাই) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

একজন পুলিশের মুখপাত্র এএফপিকে বলেছেন, 'মেয়েটির বাবা তাকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। অস্বীকৃতি জানানোয় তিনি তাকে হত্যা করেন।'এএফপিকে দেওয়া একটি পুলিশি প্রতিবেদন অনুসারে, তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার নিজেদের 'সম্মান রক্ষার জন্য' বাবা তার ১৬ বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।রাওয়ালপিন্ডি শহরের পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার প্রথমে 'হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চিত্রিত করার' চেষ্টা করেছিল।

গত মাসেও পাকিস্তানে ১৭ বছর বয়সী এক কিশোরী টিকটক ইনফ্লুয়েন্সারকে তার বাড়িতেই হত্যা করে এক ব্যক্তি। পরে পুলিশ জানায়, বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যাকাণ্ড। সানা ইউসুফ নামের এই টিকটক তারকার দশ লাখেরও বেশি ফলোয়ার ছিল।