Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ ৪ জন আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ১০ জুলাই ২০২৫

শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ ৪ জন আটক

শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ ৪ জন আটক

বগুড়ার শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপ পরিচালনার সময় নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার শিশুপার্ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের মক্ষি রাণী রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান মানবকণ্ঠকে বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, আটককৃতরা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছিলো। অভিযান চালিয়ে গতরাতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হবে।