Joy Jugantor | online newspaper

আমির খানের ছেলের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৫:১৬, ১০ জুলাই ২০২৫

আমির খানের ছেলের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

আমির খানের ছেলের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জুনায়েদ খানের সঙ্গে বলিউডে অভিষেক হবে দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর।এর চেয়েও বড় সুখবর হলো সাই পল্লবীর প্রথম হিন্দি সিনেমা ‘এক দিন’ প্রযোজনা করছেন আমির খান নিজেই।তার সঙ্গে রয়েছেন ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন।জানা যায়, ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।এই সিনেমার মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’। এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ সিনেমার মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে।