Joy Jugantor | online newspaper

আজ লিটনের কাঁধে বড় দায়িত্ব

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৫:১১, ১০ জুলাই ২০২৫

আজ লিটনের কাঁধে বড় দায়িত্ব

আজ লিটনের কাঁধে বড় দায়িত্ব

বড় আশা নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ দল। টেস্ট ও ওয়ানডে দুটি ফরম্যাটেই ছিল ভালো কিছু করার সুযোগ। কিন্তু নিজেদের ভুলে সব হারিয়েছে টাইগাররা। একে একে হাতছাড়া হয়েছে সিরিজ জয়ের সুযোগ। এবার সফরের শেষ চ্যাপ্টার টি-টোয়েন্টি সিরিজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এই সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো করে অন্তত সফরের ইতি রঙিন করতে চায় বাংলাদেশ। আর সেই দায়িত্ব এবার লিটন কুমার দাসের কাঁধে।

পেছনের ব্যর্থতা এবং সামনের প্রত্যাশা-দুইয়ের ভারেই চাপে লিটন। টেস্ট ও ওয়ানডেতে রান খরায় ভুগছেন এই ওপেনার। টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হওয়ায় এবার তার ওপরে চাপটাও বেশি। তাকে ঘিরেই সাজানো হবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের একাদশে ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম শেখ। দুই জনই আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত, যদিও ধারাবাহিকতা নিয়ে আছে প্রশ্ন। 

৩ নম্বরে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। তার কাছ থেকেও বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। চতুর্থ স্থানে থাকা লিটন হবেন মিডল অর্ডারের মূল ভরসা। এর পরের পজিশনগুলোতে শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক এই তিন জন থাকতে পারেন ব্যাটিং গভীরতা বাড়াতে। উইকেট কিপিংয়ের দায়িত্বে লিটনের থাকার সম্ভাবনা বেশি। স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেন কিংবা শেখ মাহেদী হাসান। দুই জনই একাদশে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। পেস বিভাগে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাদের থেকেই দুইজন জায়গা পেতে পারেন একাদশে। 

এ দিকে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। দলের অন্যতম তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেছেন চোটের কারণে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ২৭ বছর বয়সী লেগ স্পিনার টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। এই পরিস্থিতিতে লিটনদের জন্য সিরিজটি আত্মবিশ্বাস ফেরানোর বড় মঞ্চ। ব্যর্থ সফরের শেষটা রাঙাতে চাইলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে টাইগারদের।