Joy Jugantor | online newspaper

২৪ ঘণ্টা পরই মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১২:৩৫, ১২ জুলাই ২০২৫

২৪ ঘণ্টা পরই মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব

২৪ ঘণ্টা পরই মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব

গতকালই গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে ঝলক দেখিয়ে জিতিয়েছিলেন তার দল দুবাই ক্যাপিটালসকে। কিন্তু আজ একই মাঠে একেবারে ভিন্ন চিত্র—ব্যাটিং কিংবা বোলিং, কোনো ক্ষেত্রেই আলো ছড়াতে পারেননি তিনি। ম্যাচ হেরেছে দুবাইও।গতকাল নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিব ৩৭ বলে করেন অপরাজিত ৫৮ রান, সঙ্গে মাত্র ১৩ রানে নিয়েছিলেন ৪ উইকেট। জয়ের ব্যবধান ছিল ২২ রান। আর আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনসের বিপক্ষে ব্যর্থতার দিন কাটল এই অলরাউন্ডারের।

প্রথমে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস করে ৮ উইকেটে ১৪১ রান। পাঁচ নম্বরে নামা সাকিব ১০ বলে করেন মাত্র ৭ রান, যার মধ্যে একটি ছিল ছক্কা।বোলিংয়েও শুরুটা হতাশাজনক। ইনিংসের প্রথম ওভারেই সাকিবকে মারেন দুটি বাউন্ডারি হোবার্ট ওপেনার বেন ম্যাকডরমট। এরপরের তিন ওভারেও বোলিংয়ে নিয়ন্ত্রণ আনতে পারেননি তিনি। ৪ ওভারে দেন ৩৪ রান, উইকেটশূন্য থাকেন এ তারকা অলরাউন্ডার। হোবার্ট জয় পায় ৩ ওভার বাকি থাকতেই, হাতে ছিল ৭ উইকেট।দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ সোমবার ভোরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। তার আগে রোববার রাতে একই প্রতিপক্ষ হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।