Joy Jugantor | online newspaper

ক্রিকেটে নতুন ইতিহাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ইতালি!

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১২:৩৭, ১২ জুলাই ২০২৫

ক্রিকেটে নতুন ইতিহাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ইতালি!

ক্রিকেটে নতুন ইতিহাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ইতালি!

ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবার ইতিহাস গড়েছে ক্রিকেটে—প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্ব আসরে দেখা যাবে ইউরোপের দল ইতালিকে। ক্রিকেটের যে কোনো সংস্করণের বিশ্ব আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে আজ্জুরিরা।

নিজেরদের কাজটা ভালোমতো গুছিয়ে রেখেছিল ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শুধু বিশাল হার এড়াতে হতো তাদের, যাতে নেট রান রেটে পিছিয়ে না পড়ে। সেটা দলটি ঠিকঠাক করতে পেরেছে।ইউরোপিয়ান বাছাইপর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে হারলেও নেট রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে ইতালি। চার ম্যাচে সমান ৫ পয়েন্ট পেলেও ইতালির রান রেট ছিল +০.৬১২, যেখানে তৃতীয় স্থানে থাকা জার্সির রান রেট +০.৩০৬।শুক্রবার হেগে টস জিতে ব্যাট করতে নেমে ইতালি তোলে ৭ উইকেটে ১৩৪ রান। জবাবে ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে নেদারল্যান্ডস। যদি তারা ১৪.১ ওভারের মধ্যে জয় পেত, তাহলে বিদায় নিতে হতো ইতালিকে। তবে ভাগ্য সহায় ছিল আজ্জুরিদের।এ নিয়ে ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইতালি—দুই দলই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।