
সোনাতলায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার
বগুড়ার সোনাতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুল মতিন (৫২), তিনি সোনাতলা উপজেলার পূর্ব তেকানি এলাকার বাসিন্দা এবং পূর্ব তেকানি চুকাইনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় ২০২৪ সালের ২২ আগস্ট দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় (মামলা নম্বর-০৭) তদন্ত চলমান রয়েছে।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।