ফরিদপুরে মরিচের বাজার অস্থির, প্রতিকেজি ৩৪০ টাকা ছাড়িয়েছে
ফরিদপুরের মধুখালীতে কাঁচা মরিচের বাজারে হঠাৎ করে অস্থিরতা দেখা দিয়েছে। উপজেলার সবচেয়ে বড় মরিচ হাট—মধুখালী পৌর সদর বাজারে পাইকারি বাজারে প্রতিমণ মরিচ ১০ হাজার থেকে ১১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকা দরে।
স্থানীয় আড়তদার সাইফুল মোল্যা, আলম ও আতিয়ার মোল্যা জানান, অতিবৃষ্টির কারণে মরিচগাছ পানিতে তলিয়ে যায়, অনেক গাছ মারা গেছে। ফলে সরবরাহ কমে গেছে। অন্যদিকে, ব্যাপারীদের চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করে মরিচের দাম কয়েক হাজার টাকা বেড়ে গেছে।সাধারণত সোমবার ও শুক্রবার মধুখালী বাজারে হাট বসে। হাটে কৃষকরা উৎপাদিত মরিচ নিয়ে আসেন। এ সপ্তাহের সোমবার হাটে সরবরাহ ছিল তুলনামূলক কম। ফলে প্রতি মণে ৬ হাজার টাকার মরিচ ১১ হাজার টাকায় বিক্রি হয়।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব এলাহী বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২৭২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। অতিবৃষ্টিতে ১৫০ হেক্টর আবাদ আক্রান্ত এবং ৫ হেক্টরের ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মরিচগাছে ফুল আসছে না, পরাগায়নও হচ্ছে না। ফলে ফলন কমে গেছে এবং বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে মরিচচাষিরা লাভবান হলেও ভোক্তারা পড়েছেন বিপাকে। বাজার মনিটরিং ও দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।