Joy Jugantor | online newspaper

স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:২৮, ১৪ জুলাই ২০২৫

স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না: আমীর খসরু

স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না: আমীর খসরু


স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক আলোচনায় তিনি এ মতামত দেন।আমীর খসরু বলেন, শুধু ভালো শেয়ার নয়, আস্থা বাড়াতে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনতে হবে।তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ারবাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে (পলিটিক্যাল কালচার) যদি বদল না হয়, হাজার সংস্কার করেও বাংলাদেশ কোথাও যাবে না। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই বদলাতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ক্যাপিটাল মার্কেট কখনোই রেলিভেন্ট ভূমিকা পালন করে নাই। আমাদের জাতীয় যে অর্থনৈতিক স্ট্যাটিজি তৈরি করা হয়, সেখানে যে ক্যাপিটাল মার্কেট বলে কিছু আছে; ভূমিকা রাখবে, সেটা অতীতে রাখা হয় নাই।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, ইকোনমিক গ্রোথের সঙ্গে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথটা হয়নি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যেটুকু হয়েছে, সেটুকু নানাভাবে মেনিপুলেশনের কারণে আমাদের বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে।