Joy Jugantor | online newspaper

১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয়: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:৩৪, ১৪ জুলাই ২০২৫

১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয়: সালাহউদ্দিন

১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয়: সালাহউদ্দিন

সংসদে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচন নয়, বর্তমান মনোনয়নভিত্তিক পদ্ধতিকে সমর্থন করছে দলটি।

সোমবার (১৪ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নয়, বিদ্যমান পদ্ধতিতে এসব আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে।’

নারীর ক্ষমতায়নে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেন তিনি। সংসদের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমরা সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছি। তবে সে কক্ষের সদস্য নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি।’

বৈঠকে উপস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, ‘সংসদে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে নারী আসনে প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি।’জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি পরামর্শক সংস্থা, যা সামগ্রিক রাজনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়ে কাজ করছে।