Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যুগ্ম সচিব

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২০:৪৫, ১৪ জুলাই ২০২৫

শিবগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যুগ্ম সচিব

শিবগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যুগ্ম সচিব

বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন  উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার রাজশাহী পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান।গতকাল আজ সোমবার(১৪ জুলাই) সকালে তিনি শিবগঞ্জ পৌরসভা পরিদর্শন, উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন, এলজিইডি, জনস্বাস্থ্য, আইজিডিপি ও উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অগ্নিকান্ড, দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।  পরে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, পৌরসভা ইঞ্জিনিয়ার আবুল হাসেম প্রমুখ।