Joy Jugantor | online newspaper

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:৩০, ১৪ জুলাই ২০২৫

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। তারা তিন কন্যা সন্তান রেখে গেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের বাড়ি থেকে ছিঁড়ে আসা একটি বৈদ্যুতিক তার অসাবধানতাবশত একটি বাইসাইকেলের সঙ্গে জড়িয়ে ছিল। সেই সাইকেলটি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। তার চিৎকার শুনে স্ত্রী রিনা খাতুন ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।দুজনই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গোলাম কিবরিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। দিনমজুরির আয়ে তার সংসার চলত। তিন মেয়েকে নিয়ে তাঁদের ছোট্ট একটি পরিবার ছিল। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ওরা খুব গরিব পরিবার। লোকটা রাজমিস্ত্রির কাজ করত, কষ্ট করে মেয়েগুলারে বড় করছিল। এখন তিনটা ছোট মেয়ে এতিম হয়ে গেল। কী হবে ওদের?গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।