Joy Jugantor | online newspaper

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৪:০২, ১৪ জুলাই ২০২৫

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ জুলাই) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এস জয়শঙ্কর এই সাক্ষাতের তথ্য এক পোস্টে শেয়ার করেছেন। এস জয়শঙ্কর বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়েছি। আমার সফরকালীন এই আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে (উভয় নেতাই) আস্থা প্রকাশ করেছি।সাংহাই করপোরেশন অরগানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে চীন সফরে রয়েছেন এস জয়শঙ্কর।